ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মুনাফা কমেছে স্যামসাংয়ের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৪
মুনাফা কমেছে স্যামসাংয়ের

ঢাকা: দক্ষিণ কোরিয়া ভিত্তিক বিশ্বের বৃহত্তম মোবাইল হ্যান্ডসেট ও টেলিভিশন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের গত বছরের চর্তুথ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) মুনাফা কমেছে বলে প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়েছে।

গত দুই বছরের মধ্যে এই প্রথম স্যামসাংয়ের মুনাফা কমলো।



স্যামসাং জানায়, চর্তুথ প্রান্তিকে তাদের মুনাফা দাঁড়িয়েছে ছয়শ’ ৮০ কোটি ডলার। যা তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) চেয়ে ১১ শতাংশ কম।

মোবাইল বিভাগের পরিচালন আয় ১৮ শতাংশ কমে যাওয়ায় ও কর্মীদের বিশেষ বোনাস দেওয়ায় মুনাফার পরিমাণ কমেছে। এছাড়া মুদ্রার মান উঠানামাও একটি বড় কারণ বলে প্রতিষ্ঠানটি থেকে বলা হয়েছে।

এদিকে, মৌসুমি কারণে পণ্যের চাহিদা কমে যাওয়ায় চলতি প্রান্তিকে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন হওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করেছে স্যামসাং।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।