ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মনমোহন-সোনিয়া বৈঠক

মন্ত্রিসভা পুনর্গঠন হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১১
মন্ত্রিসভা পুনর্গঠন হচ্ছে

নয়াদিল্লি: ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী মঙ্গলবার সকালে দুই ঘণ্টা বৈঠক করেছেন। দেশটির মন্ত্রিসভা নতুন করে সাজানোর উদ্দেশ্যে এটিই চূড়ান্ত বৈঠক বলে ধরা হচ্ছে।

খবর এনডিটিভির।

সূত্র নিশ্চিত করে জানিয়েছে, নতুন মন্ত্রীরা বুধবার সন্ধ্যায় নিজ নিজ দায়িত্ব বুঝে নেবেন। তবে মন্ত্রিসভায় নাটকীয় পরিবর্তনের সম্ভাবনা কম।

আশা করা হচ্ছে, ক্ষমতাসীন ইউপিএ জোটের শরিক ডিএমকের নেতা টি আর বালু মন্ত্রিসভায় ফিরছেন।

রাজ্যের বহিসম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়ের চেয়ারটি শূন্য রয়েছে। গত বছর ক্রিকেট কেলেংকারির ঘটনায় শশী থারুর পদত্যাগ করলে এখানে কাউকে বসানো হয়নি।

দুর্নীতির অভিযোগে গত নভেম্বরে ডিএমকে নেতা ও টেলিকম মন্ত্রী এ রাজা পদত্যাগ করলে এ মন্ত্রণালয়ের চেয়ারে বসানো হয় কপিল সিবালকে। সিবাল মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন। তাকে টেলিকম দপ্তর থেকে সরিয়ে নেয়া হতে পারে।

শরদ পাওয়ারের এনসিপি ও মমতা ব্যানার্জির তৃণমুল কংগ্রেসও মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারে বলে আশা হচ্ছে। পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ ও ক্রীড়ামন্ত্রী এমএস গিল তাদের পদ হারাতে পারেন।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।