ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৭.২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১১
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৭.২ মাত্রার ভূমিকম্প

পাকিস্তান: পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইরান  ও আফগানিস্তান সংলগ্ন মরু এলাকায় মঙ্গলবার গভীর রাতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘান হেনেছে।

যৃক্তরাষ্ট্রের ভূতত্ত্ব পর্যবেক্ষন সংস্থা জানায়, ভূমিকম্পটি আনুমানিক রাত ১.২৩ মিনিটে ভূপৃষ্ঠের ৮৪ কিমি এলাকাজুড়ে আঘাত হানে।



ভূমিকম্পের উৎপত্তিস্থল পাকিস্তানের কোয়েটা ও ইরানের জাহেদান শহর থেকে কয়েক শ’ কিমি দূরে অবস্থিত। তবে এটি মরু অঞ্চল হওয়ায় অপেক্ষাকৃত কম লোকজন বাস করে এ এলাকায়।

এখন পর্যন্ত কোনো প্রানহানির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব পর্যবেক্ষন সংস্থা অবশ্য এর আগের আরেকটি রিপোর্ট বলেছিল ভূমিকম্পটি ৭.৪ মাত্রার এবং ১০ কিমি জুড়ে। এ ধরনের অগভীর ভূমিকম্পের ব্যাপক ধ্বংসক্ষমতা রয়েছে।

ভূমিকম্প আক্রান্ত এলাকা থেকে তেমন কোনো সংবাদ পাওয়া যায়নি। নিকটবর্তী শহরগুলো থেকে স্থানীয় সরকারী কর্মকর্তারা বলছেন বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে পুরো পাকিস্তান জুড়েই কম্পন অনূভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব পর্যবেক্ষন সংস্থার একটি স্বয়ংক্রিয় রিপোর্ট জানানো হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থলে অবস্থানরত কমপক্ষে ১ লাখ ৯ হাজার লোক “খুবই বড় ধরনের ঝাঁকুনি” এবং “হালকা থেকে মাঝারি ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির” মুখোমুখি হতে পারে। কিন্ত মারাতœক বা ব্যাপক ধরনের কোনো ক্ষয়ক্ষতি হবে না।

২০০৫ সালের অক্টোবর মাসে ৭.৬ মাত্রার একটি ভূমিকম্পের আঘাতে কাশ্মীরে ৭৩,০০০ লোক নিহত হয়।

বাংলাদেশ সময়: ০৩২৪ ঘন্টা, জানুয়ারী ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।