ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে বোমা হামলায় দুই সৈন্যসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪
আফগানিস্তানে বোমা হামলায় দুই সৈন্যসহ নিহত ৪

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় দুই সেনা সদস্যসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, রোববার সকালে রাজধানী কাবুলগামী সৈন্যবাহী একটি বাসকে লক্ষ্য করে শরীরে বেধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায় এক হামলাকারী

কাবুলের দক্ষিণ-পূর্বাঞ্চলে চালানো এই হামলার দায় স্বীকার করেছে তালেবানরা।



এক সপ্তাহের মধ্যে রাজধানী কাবুলে তৃতীয় দফা হামলার ঘটনা এটি। এর আগে, গত ১৭ জানুয়ারি একটি রেস্টুরেন্টে বন্দুকধারীদের হামলায় অন্তত ২১ জন নিহত হয়।

২০১৪ সালের শেষ দিকে দেশটি থেকে ন্যাটোর নেতৃত্বাধীন বিদেশি সৈন্য প্রত্যাহারকে সামনে রেখে সম্প্রতি এ ধরনের হামলা বেড়ে চলেছে দেশটিতে।

এর আগে, শনিবার আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ঘোষণা করেছিলেন, তালেবানদের সঙ্গে শান্তি আলোচনার কোনো অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তিতে সই করবেন না তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।