ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সেই ফুফার পুরো পরিবারকে হত্যা করলেন কিম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪
সেই ফুফার পুরো পরিবারকে হত্যা করলেন কিম

ঢাকা: রাষ্ট্রদ্রোহিতা এবং দুর্নীতির অভিযোগে ফুফা জং সং থায়েককে আগেই হত্যা করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এবার সেই ফুফার পুরো পরিবারকে শেষ করে দিলেন কিম।

জং সং থায়েককে একসময় রাষ্ট্রের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি ভাবা হত।

বিভিন্ন সংবাদ সূত্রেরা বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা উনহ্যাপ রোববার এ খবর প্রকাশ করেছে। তবে তাদের হত্যা দিনক্ষণ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে রয়েছেন থায়েকের বড় বোন ও তার স্বামী, ভাতিজা এবং তার দুই ছেলে। রয়েছে এক শিশুও।

এদের মধ্যে থায়েকের বড় বোন কিউবার ও ভাতিজা মালয়েশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে অসুস্থতার কারণে থায়েকের দুই ভাই মারা যান। সেই হিসেবে থায়েকের পরিবারে এখন আর কেউ জীবিত রইল না।

সংস্থাটির জানায়, নিহতদেরকে তাদের বাড়িতেই আত্মীয় স্বজনদের সামনে হত্যা করা হয়েছে। তবে থায়েকের রক্তের সম্পর্ক নেই এমন কাউকে হত্যা করা হয়নি। এর আগে গত ১২ ডিসেম্বরে জং সং থায়েক হত্যা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।