ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীর পদকে ‘না’ ইউক্রেনের বিরোধী নেতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪
প্রধানমন্ত্রীর পদকে ‘না’ ইউক্রেনের বিরোধী নেতার

ঢাকা: প্রধানমন্ত্রিত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের বিরোধী নেতা আরসেনিয়া ইয়‍াটসেনিউক। চলমান সংকট কাটিয়ে উঠতে তাকে প্রধানমন্ত্রী এবং সাবেক বক্সার ভিটালি ক্লিজকোকে উপপ্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেন দেশটির প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকোভিচ।



ইয়‍াটসেনিউক বলেন, তারা দেশের নেতৃত্ব নিতে প্রস্তুত রয়েছেন। কিন্তু, এর আগে নির্বাচনসহ আরো কিছু মৌলিক দাবি সরকারকে মানতে হবে।

শনিবার দেশটিতে সারারাত সহিংসতা হয়। রাজধানী কিয়েভে একটি পুলিশের ভবনে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা।

ইউরোপীয় ইউনিয়ন (ইউ) এর সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি ও সাবেক প্রধানমন্ত্রী জুলিয়া টাইমোশেনকোর মুক্তির দাবিতে গত কয়েক মাস ধরে আন্দোলন করছে বিক্ষোভকারীরা।


বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।