ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আন্দামান দ্বীপপুঞ্জে নৌকাডুবিতে ২১ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪
আন্দামান দ্বীপপুঞ্জে নৌকাডুবিতে ২১ জনের প্রাণহানি

ঢাকা: ভারতের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের ব্লেয়ার নৌবন্দরের  কাছে বঙ্গোপসাগরে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২১ জনের প্রাণহানি ঘটেছে।

রোববার বিকেলের দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা। ৪৬ জন যাত্রীবাহী ওই নৌকার ২৬ জনকে উদ্ধার করা হয়েছে ও একজন নিখোঁজ রয়েছেন।

দক্ষিণ আন্দামান জেলা প্রশাসন ২১ জনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।

‘আকুয়া ম্যারিন’ নামের ওই নৌকাটির যাত্রীদের অধিকাংশ পর্যটক। রোববার বিকেল ৪টার দিকে নৌকাটি রোস দ্বীপ ছেড়ে নর্থ বে’র দিকে যাচ্ছিল।

জানা গেছে, অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাটি ভারসাম্য হারিয়ে ফেলায় উল্টে যায়। নৌকাটির ধারণ ক্ষমতা ছিল মাত্র ২৫ জন।

এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।