ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ওলাঁদের বিরুদ্ধে প্যারিসে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪
ওলাঁদের বিরুদ্ধে প্যারিসে বিক্ষোভ

ঢাকা: ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। রোববার দেশটির রাজধানী প্যারিসে ১৭ হাজারেরও বেশি মানুষ এই বিক্ষোভে অংশ নেয়।



পুলিশের বরাত দিয়ে হাফিংটন পোস্ট জানায়, এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ১৯ জন পুলিশ আহত হয়েছে। আড়াইশ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

তবে আহতদের কারো অবস্থাই গুরুতর নয়। বিক্ষোভকারীরা ওলাঁদের নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান দেন। তার নেতৃত্বে অর্থনীতি ব্যবস্থার সমালোচনা করেন।

সম্প্রতি ফ্রান্সের একটি ম্যাগাজিনে ওলাঁদের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ উঠে। এর প্রেক্ষিতে শনিবার ফার্স্টলেডির সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। তার ওপর এমন বিক্ষোভ মরার ওপর খাঁড়ার ঘা এর মতো।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।