ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে চিকিৎসা নিয়েছেন মোল্লা ওমর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১১
পাকিস্তানে চিকিৎসা নিয়েছেন মোল্লা ওমর

ওয়াশিংটন: আফগানিস্তানের তালেবানের প্রধান নেতা মোল্লা ওমর পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর সহায়তায় দেশটির একটি হাসপাতালে হৃদরোগের চিকিৎসা নিয়েছেন। ওয়াশিংটন পোস্ট মঙ্গলবার এ তথ্য প্রকাশ করে।



যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থার সাবেক কর্মকর্তাদের পরিচালিত বেসরকারি গোয়েন্দা নেটওয়ার্কের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, এই নেতা ২০০১ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের হামলার সময় থেকে আত্মগোপন করেছিলেন। এরপর সাত জানুয়ারি হার্ট অ্যাটাক করলে তাকে করাচির একটি হাসপাতালে কিছুদিনের জন্য নেওয়া হয়।

এই নেটওয়ার্ক ‘দ্য একলিপস গ্রুপ’ নামের একটি ব্যক্তিমালিকানধীন প্রতিষ্ঠান পরিচালনা করে। এই প্রতিষ্ঠান জানায়, এই হাসপাতালে একজন চিকিৎসক তাদের সোর্স হিসেবে কাজ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এই চিকিৎসক জানান, ‘আমি ব্যক্তিগতভাবে অপারেশন থিয়েটারে উপস্থিত ছিলাম না। তবে তার বিষয়ে জেনে আমি বুঝতে পারছি মোল্লা ওমর হৃদরোগ বা মস্তিষ্কের রক্তক্ষরণে ভুগছেন। ’

প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তান ইন্টার সার্ভিসের ইন্টেলিজেন্স (আইএসআই) ওমরকে করাচির হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তাকে চিকিৎসা দেয়া হয়।

এদিকে, পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে জোটবদ্ধ হয়ে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে লড়াই করছে। আইএসআই দীর্ঘদিন ধরে মোল্লা ওমরকে সহযোগিতা করে আসছে। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষরা আইএসআই-এর এই দ্বৈত চরিত্রের সমালোচনা করে আসছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।