ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

প্রেসিডেন্ট পদে লড়তে সিসিকে সেনাবাহিনীর সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪
প্রেসিডেন্ট পদে লড়তে সিসিকে সেনাবাহিনীর সমর্থন জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি

ঢাকা: আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়তে মিশরের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসিকে সমর্থন দিয়েছে তার নেতৃত্বাধীন সেনাবাহিনীর শীর্ষ সামরিক পরিষদ।

সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পরিষদের (স্কাফ) পক্ষ থেকে বলা হয়, জনগণ সিসির ওপর আস্থাশীল, এ কারণে জনগণের পছন্দের নেতা হতে তার এগিয়ে যাওয়া (প্রেসিডেন্ট নির্বাচনে) উচিত।



নিরাপত্তা সূত্র জানিয়েছে, সেনাপ্রধানের পদ থেকে অব্যাহতি নিয়ে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের ঘোষণা দেবেন সিসি।

গত বছরের জুলাইয়ে দেশের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট কট্টরপন্থি মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে কার্যত দেশের শাসনভার হস্তগত করেন সেনাপ্রধান সিসি। তবে তার বিরুদ্ধে বিক্ষোভও চালিয়ে আসছে মুরসি সমর্থকরা।

দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকারের অধীন নির্বাচন সম্পন্ন হবে। যেহেতু বড় কোনো প্রতিদ্বন্দ্বী নেই, সে হিসেবে সিসিই দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছেন বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।