ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেন সরকারের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪
ইউক্রেন সরকারের পদত্যাগ

ঢাকা: সরকারবিরোধী বিক্ষোভের মুখে অবশেষে ইউক্রেনের প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করেছেন। মঙ্গলবার দুপুরের দিকে মিকোলা আজারোভ প্রধানমন্ত্রীর পদে ইস্তাফা দেওয়ার ঘোষণা দেন।



বাংলাদেশ সময় ৮টা ৬ মিনিটে প্রকাশিত বিবিসি ব্রেকিং নিউজে জানানো হয়, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ আজারোভের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
পার্লামেন্টের বিশেষ অধিবেশনে ‘সরকারবিরোধী বিক্ষোভ’কে অপরাধের আওতাভুক্ত করে নতুন আইন বাতিলের পর একযোগে পদত্যাগ করলেন আজারোভ ও তার মন্ত্রিসভার সদস্যরা।

পদত্যাগের ঘোষণার পর এক বিবৃতি দেন আজারোভ। এতে তিনি বলেছেন, সামাজিক ও রাজনৈতিক সমঝোতার পরিবেশ সৃষ্টি করতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

বিবৃতিতে তার এ পদত্যাগে সংকট কাটিয়ে দেশে শান্তিপূর্ণ সমাধানের সুযোগ তৈরি হবে বলে মন্তব্য করে তিনি প্রেসিডেন্টকে পদত্যাগপত্র গ্রহণের অনুরোধ জানিয়েছিলেন।

নভেম্বরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি থেকে সরে আসায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয় ইউক্রেনে। রাশিয়াকে সুবিধা দিতে সরকার এ চুক্তি করেনি-এ অভিযোগে রাস্তায় নামেন সরকারবিরোধী ও সাধারণ জনগণ।

বিরোধীদের সঙ্গে প্রেসিডেন্টের আলোচনা, সাবেক প্রেসিডেন্টের সঙ্গে বর্তমান প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বৈঠক ও আটক বিক্ষোভকারীদের মুক্তি দেওয়ার আশ্বাসে আন্দোলন থেকে কিছুটা পিছু হটে সরকারবিরোধীরা।

কিন্তু ১৬ জানুয়ারি পার্লামেন্টে সরকারবিরোধী বিক্ষোভকে ‘অপরাধের আওতাভুক্ত’ করে একটি বিল পাস হওয়ার পর নতুন করে আন্দোলনে নামেন বিক্ষোভকারী।

গত সপ্তাহে বিক্ষোভের কেন্দ্রস্থল ইন্ডিপেনডেন্স স্কয়ারে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩ বিক্ষোভকারী নিহতের পর আন্দোলন আরও জোড়ালো হয়।

আন্দোলন থামাতে বিরোধীদলকে প্রধানমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়ার প্রস্তাব দিলেও আন্দোলন অব্যাহত থাকে।    

ইউক্রেনের সংকট নিয়ে মঙ্গলবার ব্রাসেলসসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক হওয়‍ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।