ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগান সাংবাদিকের ওপর এসিড হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১১

কাবুল: আফগানিস্তানের শীর্ষ স্থানীয় এক সাংবাদিকের ওপর এসিড নিক্ষেপ করার পর তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে বুধবার একজন সরকারি কর্মকর্তা জানান।

রাজনৈতিক বিষয়ে টক শো উপস্থাপক রাজ্জাক মামুন মঙ্গলবার তার কাবুলের বাড়ি থেকে বেড় হওয়ার সময় , রাজ্জাকের ওপর এসিড নিক্ষেপ করা হয়।



রাজ্জাকের মন্তব্য অনেক সময় সংখ্যাগুরু জাতিগোষ্ঠী পস্তুন, প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং তালেবান নেতাদের বিপক্ষেও চলে যায় বলে স্বরাষ্টমন্ত্রণালয়ের মুখপাত্র জেমারাই বাশারি উল্লেখ করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সুত্রে জানানো হয়, রাজ্জাকের মুখ ও হাতের ১০ শতাংশ জায়গা জ্বলে গেছে।

বুধবার নিরাপত্তার জন্য রাজ্জাককে সামরিক হাসপাতালে স্থানান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।