ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লালগড় হত্যাকাণ্ড

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে রায় হাইকোর্টের

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১১
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে রায় হাইকোর্টের

কলকাতা: লালগড় হত্যাকাণ্ডের জন্য কেন্দ্রীয় সরকারের সিবিআই নয়, রাজ্যের সিআইডিকে দিয়ে তদন্ত করার পক্ষে রায় দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতি জয়নারায়ণ প্যাটেল ও বিচারপতি অসীম কুমার রায়ের ডিভিশন বেঞ্চ বুধবার এই রায় দিয়েছেন।



এই মামলার শুনারি শেষে হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘লালগড়ের নেতাই গ্রামের হত্যাকাণ্ডের ঘটনায় সিআইডি-ই তদন্ত করবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলাই রায় যে রির্পোট পেশ করেছেন এই ঘটনার তা সন্তোষজনক। এই রির্পোট হাইকোর্ট গ্রহণ করছে। ’

এই রায়ে আরও বলা হয়েছে, আগামী ৪ ফেব্রুয়ারি রাজ্যের স্বরাষ্ট্র সচিব সমর ঘোষকে আদালতের আদেশ কতটা কার্যকর করা হয়েছে সে বিষয়ে রির্পোট দিতে হবে। ওই ঘটনায় নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের ১ লাখ রুপি ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণের বিষয়টি মেডিকোল বোর্ড ঠিক করবে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি লালগড়ের নেতাই গ্রামে সিপিএমের ঘরছাড়া সমর্থকদের আশ্রয় শিবিরের লোকজনদের সঙ্গে জনসাধারণের কমিটির সংঘর্ষে ৮ জনের মৃত্যু হয়। পরে তৃণমুল ওই ৮ জন তাদের সমর্থক বলে দাবি করে।

ভারতীয় সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।