ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সাড়ে চার হাজার কোটি ডলারের রপ্তানি চুক্তিতে সম্মত চীন ও যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১১
সাড়ে চার হাজার কোটি ডলারের রপ্তানি চুক্তিতে সম্মত চীন ও যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন ৪ হাজার ৫০০ কোটি ডলারের রপ্তানি চুক্তির বিষয়ে সম্মত হয়েছে। চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে দেশ দুটি এ চুক্তির বিষয়ে সম্মত হয় বলে বুধবার ওয়াশিংটনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।



ওই কর্মকর্তা বলেন, ‘৪ হাজার ৫০০ কোটি ডলারের মার্কিন রপ্তানি চুক্তির বিষয়টি আমরা খুব শিগগিরই ঘোষণা করব। এর মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে দুই লাখ ৩৫ হাজার কর্মসংস্থানের সৃষ্টি হবে। ’

এর মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে চীনের ২০০টি বোয়িং বিমান কেনার এক হাজার ৯০০ কোটি ডলারের চুক্তিও অন্তর্ভুক্ত।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।