ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মহারাষ্ট্রে বাস-ট্রাক সংঘর্ষে ৮ যাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৪
মহারাষ্ট্রে বাস-ট্রাক সংঘর্ষে ৮ যাত্রী নিহত

ঢাকা: ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৪ জন।



স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, বুধবার সকালে মহারাষ্ট্রের পুনে থেকে গুজরাট রাজ্যের আহমেদাবাদগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বাসের চালকও রয়েছেন। আহত ১১ জনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে

ভারতে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে। এজন্য পরিবহনগুলোর দুর্বল রক্ষণাবেক্ষণ ব্যবস্থা, অতিরিক্ত মালবহন ও চালকদের অদক্ষতাকেই দায়ী করা হয়।

গত ২০ অক্টোবর তেলবাহী একটি ট্যাংকারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হয়।

ভারতের জাতীয় অপরাধ বিষয়ক রেকর্ড ব্যুরো থেকে জানা যায়, ২০১২ সালে সড়ক দুর্ঘটনায় দেশটিতে প্রায় এক লাখ ৪০ হাজার লোকের প্রাণহানি ঘটেছে।  

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।