ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিস্তিনে সরকারি ব্যবস্থাপনায় ৩শ জুটির গণবিবাহ

আন্তর্জাতিস্ক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৪
ফিলিস্তিনে সরকারি ব্যবস্থাপনায় ৩শ জুটির গণবিবাহ

ঢাকা: নানা অজুহাতে মাঝে মধ্যে ফিলিস্তিনি জনগণের ওপর বিমান হামলা চালায় ইসরায়েল। হামলা আতঙ্কে থাকা ফিলিস্তিনিদের গত মঙ্গলবার কাটল খুশিতে।



এদিন দেশটির পশ্চিম তীর ও গাজায় উপত্যাকায় জাঁকজমক অনুষ্ঠানে একসঙ্গে প্রায় ৩০০ যুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

পশ্চিম তীরের জিরিকোতে ২১৮ যুগলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এইক সময়ে হামাস নিয়ন্ত্রিত গাজায়ও বিবাহ বন্ধনে আবদ্ধ হন ৮০ যুগল।

ঐতিহ্যবাহী পোশাক পরে কনেরা বিয়ের পিঁড়িতে বসেছিলেন। তাদের প্রত্যেকের হাতে এক গুচ্ছ সাদা ফুল নিয়ে তাদের নিজ নিজ বরকে বরণ করেছেন। আর বরদের পরনে ছিল কালো প্যান্টের সঙ্গে কালো জ্যাকেট এবং সাদা শার্টের সঙ্গে লাল টাই।

প্রেসিডেন্টের দপ্তর থেকে জানা যায়, বিয়ের অনুষ্ঠান দুটিতে সরকার অন্তত ১৫ লাখ ডলার খরচ করেছে। এছাড়াও উপঢৌকনসহ হিসেবে প্রত্যেক যুগলকে অন্তত ৪ হাজার ডলার দেয়া হয়েছে।

ফিলিস্তিনের সরকারি কর্মকর্তা জামাল লতিফ বলেন, দেশটিতে চলমান অর্থনৈতিক সংকটে থাকা তরুণ-তরুণীদের বিয়ে করতে সহায়তা করতে সরকারের পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।