ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিতাড়িত রাষ্ট্রপতির বিদেশি সম্পদের তদন্ত শুরু তিউনিশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১
বিতাড়িত রাষ্ট্রপতির বিদেশি সম্পদের তদন্ত শুরু তিউনিশিয়ায়

তিউনিশ: তিউনিশিয়ার বিতাড়িত রাষ্ট্রপতি জাইন আল আবেদিন বেন আলী ও তার পরিবারের সদস্যদের বিদেশি সম্পদের তদন্ত শুরু করেছেন দেশটির সরকারি আইনজীবীরা।

আন্তর্জাতিক গণমাধ্যমকে তারা জানিয়েছেন, রাষ্ট্রপতি বেন আলী ও তার পরিবারের সকল অবৈধ লেনদেন ও বিদেশি হিসাব পরীক্ষা করা হবে।



এরই মধ্যে তিউনিশিয়ার আইনজীবীদের পক্ষ থেকে সুইজারল্যান্ডে বেন আলীর কোনো তহবিল থাকলে জব্দ করার অনুরোধ জানানো হয়েছে সংশ্লিষ্ট সুইস কর্মকর্তাদের।

এদিকে তিউনিসিয়ার সাম্প্রতিক অস্থিরতায় অন্তত একশ’ জনের মৃত্যু হয়েছে উল্লেখ করে বুধবার জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, এসবেরও তদন্ত হবে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নভি পিল্লাই বলেছেন, ‘আমাদের কাছে গত পাঁচ সপ্তাহে অন্তত একশ’ জনের মৃত্যুর খবর আছে। অগ্নিকাণ্ড, বিক্ষোভকারীদের আত্মহত্যা, কারাবন্দিদের রায়ট ইত্যাদি কারণে এসব মানুষের মৃত্যু হয়েছে। ’

বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।