ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সুইস ব্যাংকের তথ্য উইকিলিকসে দেওয়ায় সাবেক ব্যাংক কর্মকর্তার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১
সুইস ব্যাংকের তথ্য উইকিলিকসে দেওয়ায় সাবেক ব্যাংক কর্মকর্তার জরিমানা

জুরিখ: বিশ্বের ধনী ব্যক্তি বা বিভিন্ন প্রতিষ্ঠানের কর এড়ানোর কৌশল সংক্রান্ত তথ্য উইকিলিকসের কাছে হস্তান্তরের অপরাধে সাবেক সুইস ব্যাংক কর্মকর্তা রুডলফ এলমারকে সুইজারল্যান্ডের আদালতে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে জরিমানা ধার্য করা হলেও  কারাদণ্ড থেকে বেঁচে গেছেন তিনি।



বিচারক সেবাস্টিয়ান এপলি ছয় হাজার সুইস ফ্রাঁ-এর চেয়েও বেশি অর্থ (৬,২২৫ ডলার) জরিমানা করেছেন এলমারকে।

আদালতে বাদীপক্ষের আইনজীবীরা এলমারকে কারাগারে পাঠানোর আবেদনও করেছিলেন। তবে ওই কারাদণ্ডাদেশের আবেদন নাকচ করে দেন বিচারক।

বাংলাদেশ সময়: ০৫৫২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।