ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তিউনিসিয়ায় বেন আলির পরিবারের ৩৩ সদস্য আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১
তিউনিসিয়ায় বেন আলির পরিবারের ৩৩ সদস্য আটক

তিউনিস: বিক্ষোভের মাধ্যমে ক্ষমতা থেকে তিউনিসিয়ার অপসারিত প্রেসিডেন্ট জাইন আল-আবিদিন বেন আলির পরিবারের ৩৩ সদস্যকে বুধবার আটক করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে এ খবর জানানো হয়।

তারা দেশত্যাগের চেষ্টা করছিলেন। খবর বিবিসির।

অন্তর্বর্তীকালীন সরকারের নেতা ফুয়াদ মেবাজা অতীতের সবকিছু ভুলে স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা এবং গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা দেওয়ার অঙ্গীকার করেন।

এদিকে, নতুন ঐকমত্যের সরকারের পক্ষ থেকে রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার ঘোষণা এসেছে।
 
গত কয়েক সপ্তাহের বিক্ষোভ ও সহিংসতায় নিরাপত্তা বাহিনীর গুলিতে ১০০ জন নিহত হয় বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। এই হতাহতের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে জাতিসংঘ।  

তিউনিসিয়ার প্রেসিডেন্ট বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়লেও নতুন সরকারে পররাষ্ট্র, প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে বেন আলির লোকজন রয়ে যায়। এর প্রতিবাদে হাজার হাজার রাস্তায় নেমে যায়। বেনি আলির সমর্থকদের সরকার পদত্যা চেয়েছে বিক্ষোভকারীরা।

এদিকে, অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘানৌছি বেন আলির দল ত্যাগ করেছেন।

উল্লেখ্য, টানা ২৩ বছর তিউনিসিয়ার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকার পর জাইন আল-আবিদিন বেন আলি বিক্ষোভের মুখে গত শুক্রবার সপরিবারে পালিয়ে গিয়ে সৌদি আরবে আশ্রয় নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।