ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডের সেনাছাউনিতে জঙ্গি হামলা: নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১
থাইল্যান্ডের সেনাছাউনিতে জঙ্গি হামলা: নিহত ৪

ব্যাংকক: থাইল্যান্ডে মুসলিম জঙ্গিদের হামলায় কমপক্ষে চার সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির উত্তেজনাপূর্ণ দক্ষিণাঞ্চলের একটি সেনা ছাউনিতে বিদ্রোহীরা হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে।

সেনাবাহিনীর একজন মুখপাত্র বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

বুধবার বিকেলে থাইল্যান্ডের নারাথিওয়াত প্রদেশের ওই সেনা ছাউনিতে একসঙ্গে প্রায় ৫০ জন জঙ্গি হামলা চালায়। এসময় সেনা ও জঙ্গিদের মধ্যে বন্দুক যুদ্ধ শুরু হয় বলে কর্নেল বানফত পনপায়েন জানান।

বার্তাসংস্থা এএফপিকে কর্ণেল বলেন, ‘এ হামলায় চার সেনা নিহত ও সাতজন আহত হয়েছেন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। ’

একইসঙ্গে বহু অস্ত্র চুরি হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘জঙ্গিরা কতগুলো বন্দুক নিয়ে গেছে এ বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে এর মধ্যে অধিকাংশই নিহত সেনাদের কাছ থেকে নেওয়া হয়েছে। ’

২০০৪ সালের প্রথম থেকে মালয়েশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে সন্দেহভাজন মুসলিম জঙ্গিরা সহিংসতা চালিয়ে আসছে। এসব সহিংস ঘটনায় এ পর্যন্ত চার হাজার ৪০০ মুসলিম ও বৌদ্ধ জনগণ নিহত হন।

এদিকে, মঙ্গলবার থেকে দক্ষিণের মুসলিম অধ্যুষিত অঞ্চলে আগামী আরও তিন মাসের জন্য জরুরি অবস্থা জারি করে থাইল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।