ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘মোল্লা ওমরের চিকিৎসা সংক্রান্ত সংবাদ ভিত্তিহীন’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১
‘মোল্লা ওমরের চিকিৎসা সংক্রান্ত সংবাদ ভিত্তিহীন’

কান্দাহার: আফগানিস্তানে তালিবানপ্রধান মোল্লা ওমরের হার্টঅ্যাটাক সংক্রান্ত খবর বের হওয়া সম্পর্কে ওই জঙ্গি সংগঠনটি এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বৃহস্পতিবার তা নাকচ করে দিয়েছে। খবর এএফপির।



মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তালিবানের আধ্যাত্মিক নেতা করাচির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই দৈনিকটি জানায়, এক চোখঅলা ওই নেতা ২০০১ সালে যুক্তরাষ্ট্রের হামলার পর গোপনে থাকছেন। গত ৭ জানুয়ারি তার হার্টঅ্যাটাক হয়।

তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিব বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘মহান নেতা মোল্লা ওমর সম্পূর্ণ সুস্থ আছেন। আফগানিস্তানে তিনি জিহাতি তৎপরতা চালিয়ে যাচ্ছেন। ’ প্রকাশিত সংবাদ সম্পর্কে তিনি বলেন, এটা একটি গুজব।

আইএসআইয়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গোয়েন্দা সংস্থাটি মোল্লারকে সমর্থন করে। এ অভিযোগ অস্বীকার করে ওয়াশিংটনে নিযুক্ত হোসেন হাক্কানি বলেন, এই সংবাদের কোনো ভিত্তি নেই।

পাকিস্তানি সেনাবাহিনীল পক্ষ থেকে জানানো হয়েছে, মোল্লা ওমরের করাচিতে চিকিৎসা নেওয়ার সংবাদটি অত্যন্ত স্ববিরোধী।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।