ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কোরআন পোড়ানোর পরিকল্পনা

ব্রিটেনে নিষিদ্ধ ওই মার্কিন যাজক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১
ব্রিটেনে নিষিদ্ধ ওই মার্কিন যাজক

লন্ডন: মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর পরিকল্পনা করায় এক মার্কিন যাজকের যুক্তরাজ্যে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গত বছর টুইন টাওয়ারে হামলার বার্ষিকীতে ব্যাপক আকারে কোরআন পোড়ানোর পরিকল্পনা করেন টেরি জনস নামের ওই মার্কিন যাজক।



যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরোপিত এ নিষেধাজ্ঞার কারণে ফোরিডার এ যাজক ভবিষ্যতে কোনো গোষ্ঠীর পক্ষে কোনো ধরনের সমাবেশে অংশ নিতে পারবেন না। এ গোষ্ঠীগুলো মূলত ইসলামের বিস্তার ও যুক্তরাজ্যে মসজিদ নির্মাণের বিরোধিতা করে থাকে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ বিষয়ে বলেন, ‘সরকার যেকোনো ধরনের চরমপন্থারই বিরোধী। এ কারণেই যাজক টেরি জনসের যুক্তরাজ্যে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ’  

‘যাজক জনস এমন বহু মন্তব্য করেছেন যা তার অপ্রত্যাশিত আচরণের প্রমাণ। তার জন্য যুক্তরাজ্যে প্রবেশ কোনো অধিকার নয় বরং তার জন্য বিশেষ সুবিধা এবং এক্ষেত্রে আমরা এমন ব্যক্তিদের দেশটিতে প্রবেশ রোধ করবো যাদের উপস্থিতি জনগণের জন্য কোনো সুফল বয়ে আনবে না। ’

‘এটা খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত এবং যেকোনো ধরনের বিতর্ক বন্ধে এ সিদ্ধান্তকে খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ’

গত বছরের ১১ সেপ্টেম্বর কোরআন পোড়ানোর হুমকি দেওয়া পর বিশ্বব্যাপী সমালোচনার ঝড় উঠে। পরবর্তীতে সমালোচনার মুখে এ কর্মসূচি বাতিল করেন যাজক জনস।

যুক্তরাজ্যে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের সংবাদে তিনি হতাশ বলে জনস স্কাই নিউজকে জানান। তিনি বলেন, ‘আমরা বিষয়টি পুনর্বিবেচনা করা ও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন করবো। এর আগে আমি অসংখ্য সাক্ষাৎকার দিয়েছি এবং এর প্রতিটিতেই আমাদের ব্রিটিশ আইনবিরোধী কোনো কাজ করার ইচ্ছা নেই বলে ব্রিটিশ সরকার ও গণমাধ্যমকে আশ্বস্ত করেছি। ’

‘এ সিদ্ধান্ত আমাদের ভ্রমণ ও বাক স্বাধীনতার অধিকারের বিরোধী বলে আমরা মনে করছি। আমরা মুসলিম বা ইসলামের বিরোধী নই। আমরা মুসলমানদের স্বাগত জানাই। তবে ইসলামের মৌলিক উপাদানের বিরুদ্ধে কথা বলে থাকি। ’

‘ইংল্যান্ড ইজ আওয়ারস’ নামের একটি দল জোনসকে যুক্তরাজ্যে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু তার ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় তারা ‘খুব হতাশ’ বলে উল্লেখ করেন দলটির সচিব ব্যারি টেইলর।

লন্ডনের বাকিংহামশায়ারের মিল্টন কেইনস শহর ভিত্তিক দলটির এক মুখপাত্র বলেন, ‘জনসের ওপর নিষেধাজ্ঞা সত্ত্বেও গির্জার অন্যান্য সদস্যরা আগামী মাসের বৈঠকে যোগ দেবেন বলে আমরা আশা করছি। ’

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।