ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্টারনেট ব্যবহারের অনুমতি পেলেন সুচি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১১
ইন্টারনেট ব্যবহারের অনুমতি পেলেন সুচি

ইয়াঙ্গুন: মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে ইন্টারনেট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইয়াঙ্গুনে সুচির বাড়িতে ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়েছে বলে তার এক সহকারী শুক্রবার জানিয়েছেন।



এ সুযোগ পেয়ে সুচি আনন্দিত এবং এর সাহায্যে তিনি এখন তার সমর্থকদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন বলে সুচির নিরাপত্তা প্রধান উইন হটেইন জানান। তবে অসুস্থ থাকার কারণে এ মুহূর্তে সুচি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না বলেও জানান তিনি।

এর আগে সুচি কখনো ইন্টারনেট ব্যবহার করেননি বলে ধারণা করা হচ্ছে। কেননা সাত বছর টানা গৃহবন্দী থাকাবস্থায় তাকে টেলিফোন ও ইন্টারনেট ব্যবহারের অনুমতি দেয়নি মিয়ানমারের জান্তা সরকার।

তাই নভেম্বরে মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক ফেসবুক বা টুইটার ব্যবহারের আগ্রহের কথা জানান সু চি ।

এ উদ্দেশ্যে মুক্তির পাওয়ার পর পরই তিনি ইন্টারনেট ব্যবহারের অনুমতি চেয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে আবেদন করেন। এসময় ই-মেইল ব্যবহারের জন্য সু চি নিজের নামেই প্রতিষ্ঠান বরাবর আবেদন করেছিলেন বলে হটেইন জানান।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।