ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আংশিক ফলাফল প্রকাশ

৯৯ শতাংশ ভোটার সুদান ভাগের পক্ষে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১১
৯৯ শতাংশ ভোটার সুদান ভাগের পক্ষে

জুবা: মাত্র শেষ হওয়া গণভোটের প্রাথমিক ফলাফলে ৯৯ শতাংশ ভোটারই দক্ষিণ সুদানের ভাগ হওয়ার পক্ষে সমর্থন দিয়েছেন। শুক্রবার প্রকাশিত এ ফলাফলে উত্তর সুদান থেকে পৃথক হয়ে একটি স্বতন্ত্র রাষ্ট্রের জন্মের ইঙ্গিত পাওয়া গেছে।

খবর এএফপির।

৩১ লাখ ৯৭ হাজার ৩৮টি ব্যালট পেপার গণনা হয়েছে, এতে ৯৮ দশমিক ৬ শতাংশই সুদানের বিভাজনের পক্ষে। গত ৯ থেকে ১৫ জানুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক  বিভিন্ন সংস্থা এ নির্বাচন পর্যবেক্ষণ করে।

এ নির্বাচনের মাধ্যমে পৃথিবীর নবীনতর রাষ্ট্রের হতে যাচ্ছে। সাদার্ন সুদান রেফারেন্ডাম কমিশনের ওয়েবসাইটে গণভোটের আংশিক ফলাফল প্রকাশিত হয়েছে।

ফলাফলে দেখা যায়, জংলেই রাজ্যের ৯৯ দশমিক ৯৩ শতাংশ মানুষ পৃথক রাষ্ট্রের পক্ষে। এখানে ৭৭ জন ভোটার সুদানের ঐক্য চেয়েছেন। আর মাত্র ১০৫ জন ভোটার ভোট দেননি বা ব্যালট বাতিল হয়ে গেছে।

পশ্চিমাঞ্চলীয় রাজ্য ইকোয়াটোরিয়ায় এ পর্যন্ত ভোট গণনায় দেখা গেছে ৯৯ দশমিক ৫ শতাংশ ভোটার সুদান ভাগের পক্ষে মত দিয়েছেন।

এখনো কয়েক লাখ ভোট গণনার বাকি আছে। চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে আগামী মাসে।

নির্বাচনী কর্মকর্তা আলেউ গারাং আলেউ বলেন, ‘এখনো বেশ কয়েকটি অঞ্চল ফলাফল জমা দেয়নি। সুতরাং এ ফলাফল সম্পূর্ণ নয়। আমরা ফলাফল চূড়ান্ত করার জন্য কঠোর পরিশ্রম করছি। ’

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।