ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তান: বন্যার পর এখনো ৪০ লাখ মানুষ বাস্তুহীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১১
পাকিস্তান: বন্যার পর এখনো ৪০ লাখ মানুষ বাস্তুহীন

ইসলামাবাদ: পাকিস্তানের ভয়াবহ বন্যার পর ছয় মাস পার হলেও এখনো দেশটিতে ৪০ লাখেরও বেশি মানুষ বাস্তুহীন অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রেডক্রস এ তথ্য জানিয়েছে।



রেডক্রস জানিয়েছে, বন্যার সময় অন্যত্র আশ্রয় নেওয়া অনেকেই বাড়ি ফিরে দেখে সেটা আর বসবাসযোগ্য নয়।

শনিবার রেডক্রসের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের বন্যার ছয় মাস পার হয়েছে, তবে ৪০ লাখের বেশি মানুষ দুর্দশার মধ্যে আছে। তাদের পর্যাপ্ত আশ্রয়স্থল নেই। ’

বন্যায় আক্রান্ত পরিবারগুলো ক্যাম্প ও অস্থায়ী আশ্রয়স্থল ছেড়ে তাদের ঘরবাড়িতে ফিরে দেখেন, সেখানে পর্যাপ্ত বসবাসযোগ্য জায়গা নেই।

পাকিস্তানে রেডক্রসের সমন্বয়ক গোচা গুচাশভিলি বলেন, ‘এ বিপর্যয়ের চরম দিক হলো বন্যায় লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তারা চরম দুর্ভোগ অবস্থায় আছেন। কয়েক মাস ধরে তারা তেরপল বা পলিথিনের নিচে বসবাস করছেন। ’

গত বছর জুলাই ও আগস্টের বন্যায় পাকিস্তানে দুই কোটির বেশি মানুষ আক্রান্ত হয়। এক কোটি ৭০ লাখ ঘরবাড়ি ধ্বংস হয় এবং ৫৪ লাখ একর জমির ফসল নষ্ট নয়। কয়েক হাজার মানুষ নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।