ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ক্রিমিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ডিক্রি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪
ক্রিমিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ডিক্রি রাশিয়ার

ঢাকা: ক্রিমিয়ার সংসদ ক্রিমিয়াকে স্বাধীন ও রাশিয়ার সঙ্গে সংযুক্তির ঘোষণা দেওয়ার পর রোববার অনুষ্ঠিত গণভোটেও রাশিয়ার সঙ্গে একীভূত হওয়ার পক্ষে রায় দিয়েছেন সে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ।

এর পর পরই সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়াকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিয়ে একটি ডিক্রি জারি করেছেন।



সেই সঙ্গে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে একে মেনে নিতে বলেছেন। এ ঘটনার পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিমিয়া ও রাশিয়ার নেতৃত্বের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

এদিকে, এক ডিক্রিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন,  ক্রিমিয়া এখন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র।

ডিক্রিতে তিনি বলেন, ক্রিমিয়ার সব জনগণের গণভোটের পরিপ্রেক্ষিতে সেভাস্তোপোলের আলাদা মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে।

প্রেসিডেন্ট ডিক্রিতে সই করার পর থেকেই এ ঘোষণা বাস্তবায়িত হবে।

রোববারের গণভোটে ৯৭ ভাগ ক্রিমিয়াবাসী রাশিয়ার সঙ্গে সংযুক্তির পক্ষে ভোট দেওয়ার পর সেভাস্তোপোলের এক বাসিন্দা নিকোলে ড্রজডেনকো আনন্দে উদ্বেলিত হয়ে সংবাদমাধ্যমকে বলেন, আমরা আমাদের বাড়ি ফিরে এসেছি। আমরা আমাদের মা রাশিয়ার কাছে ফিরে এসেছি।

বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।