ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উড়োজাহাজের খোঁজে এবার স্থলে অভিযান চীনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪
উড়োজাহাজের খোঁজে এবার স্থলে অভিযান চীনের

ঢাকা: বিশাল আকাশসীমা ও জলরাশিতে তন্ন তন্ন করে অনুসন্ধানের পর এবার মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ উড়োজাহাজটির খোঁজে নিজেদের ভূ-খণ্ডে অভিযান শুরু করেছে চীন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো মঙ্গলবার এ খবর জানিয়েছে

অপরদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এমএইচ৩৭০ নম্বর ফ্লাইটের উড়োজাহাজটির খোঁজে অনুসন্ধান এলাকা বিস্তৃত করেছে বিশ্বের অন্য দেশগুলো।

বিশেষ করে উড়োজাহাজটির শেষ অবস্থান (মালাকা প্রণালী) অনুযায়ী উত্তর ও দক্ষিণ আকাশসীমায় (প্রথমটি থাইল্যান্ডের উত্তরাঞ্চল থেকে কাজাখস্তান ও তুর্কেমেনিস্তান সীমান্ত পর্যন্ত। অপরটি ইন্দোনেশিয়ার দক্ষিণ থেকে দক্ষিণ ভারতীয় সাগর) অনুসন্ধান এলাকা সম্প্রসারিত করা হয়েছে।

এদিকে চীন দাবি করেছে, নিখোঁজ উড়োজাহাজটির চীনা যাত্রীদের মধ্যে কারও সঙ্গে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলেনি।

৮ মার্চ থেকে নিখোঁজ ২৩৯ জন যাত্রীবাহী উড়োজাহাজটির খোঁজে ২৬টিরও বেশি দেশ অনুসন্ধান শুরু করেছে।

কুয়ালালামপুর থেকে বেইজিংগামী উড়োজাহাজটিতে ১৪টি দেশের নাগরিক ছিলেন।   মালয়েশিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের উড়োজাহাজে চীনের ১৫৩, মালয়েশিয়ার ৩৮, ইন্দোনেশিয়ার ১২, অস্ট্রেলিয়ার ৭, ফ্রান্সের ৩, যুক্তরাষ্টের ৩, নিউজিল্যান্ডের ২, ইউক্রেনের ২, কানাডার ২, রাশিয়ার ১, ইতালির ১, তাইওয়ানের ১, নেদারল্যান্ডসের ১ ও অস্ট্রিয়ার ১ নাগরিক রয়েছেন। এদের মধ্যে চীন ও যুক্তরাষ্ট্রের দুই শিশু রয়েছে। এছাড়া, উড়োজাহাজটিতে ১২ জন ক্রু রয়েছেন।

সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, উড়োজাহাজের কোনো ক্রু অথবা কোনো যাত্রী এটি নিখোঁজ হওয়ার জন্য দায়ী কিনা এমন তথ্যই বের করতে তদন্ত করছেন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।