ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪
আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৫

ঢাকা: আফগানিস্তানের উত্তরাঞ্চলে আত্মঘাতী বোমা ‍হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৭ জন।



মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

দেশটির ফারিয়াব প্রদেশের রাজধানী মায়মানায় এ বোমা হামলায় ঘটনা ঘটে বলে প্রদেশটির গভর্নর মোহাম্মদুল্লাহ বাতাস’র বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানায়।

ব্যস্ত বাজারের প্রবেশ পথে হামলা চালানো হলে এ হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো পক্ষই হামলার দায় স্বীকার করেনি। জানা যায়নি হামলার কারণ।

এ বিষয়ে গভর্নর বলেন, হামলাকারীরা তিন চাকার একটি মোটরসাইকেলে চড়ে ঘটনাস্থলে এসে হামলা চালায়। মঙ্গলবার এলাকাটিতে বাজারের দিন হওয়ার স্থানীয় কৃষক ও গ্রামবাসীর ভিড় ছিল।

আগামী ৫ এপ্রিল আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এ হামলা চালানো হলো।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।