ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেন নিয়ে মনমোহনকে ফোন করলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪
ইউক্রেন নিয়ে মনমোহনকে ফোন করলেন পুতিন

ঢাকা: ইউক্রেন ইস্যু নিয়ে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার রাতে মনমোহনকে রুশ প্রেসিডেন্ট ফোন করেন বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।



এনডিটিভির ব্রেকিং নিউজে বলা হয়েছে, ইউক্রেন নিয়ে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে আলোচনা করতে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ফোন করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন।

ইউক্রেন থেকে আলাদা হওয়ার পক্ষে ক্রিমিয়ার অধিবাসীরা গণভোটে রায় দেওয়ার পর ক্রিমিয়াকে নিজ দেশের সঙ্গে যুক্ত করতে ডিক্রি জারি করেছেন পুতিন।

হুঁশিয়ারির পরও ক্রিমিয়াকে নিজ ভূখণ্ডভুক্ত করায় এরইমধ্যে পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এমন পরিস্থিতিতে পুতিন মনমোহনকে ফোন করলেন।

ক্রিমিয়ার যোগদ‍ান নিয়ে আনুষ্ঠানিকভাবে ক্রিমিয়ার নেতা ও পুতিন একটি চুক্তি সই করেছে।   এর আগে পার্লামেন্টকে পুতিন ‍জানান, ক্রিমিয়া সবসময়ই রাশিয়ার অংশ ছিল।

ইউক্রেনের রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচের ক্ষমতাচ্যুতির পর ইউক্রেনের স্বায়ত্তশাসিত উপদ্বীপ ক্রিমিয়ায় ইউক্রেনের বর্তমান পশ্চিমাপন্থী সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়।

আন্দোলন চরম  পর্যায়ে পৌঁছে যায়। ক্রিমিয়ার রুশপন্থী জনগণ আঞ্চলিক পার্লামেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা দখল করে নেন। এক পর্যায়ে ইউক্রেন থেকে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দেন রুশপন্থী ক্রিমীয় নেতা ও অধিবাসীরা।

১৬ মার্চ ক্রিমিয়ার মর্যাদা নিয়ে গণভোটে রাশিয়ার সঙ্গে যুক্ত হতে ৯৭ শতাংশ ভোট পড়ে। এর একদিন পরেই ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার ঘোষণা দেন রুশ প্রধানমন্ত্রী।


বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা/ আপডেটেড: ১০৩৬ ঘণ্টা, ‍মার্চ ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।