ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতীয় লেখক খুশবন্ত সিংয়ের জীবনাবসান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪
ভারতীয় লেখক খুশবন্ত সিংয়ের জীবনাবসান

ঢাকা: প্রখ্যাত ভারতীয় লেখক ও সাংবাদিক খুশবন্ত সিং (৯৯) পরলোকগমন করেছেন। বৃহস্পতিবার দুপুরে বার্ধক্যজনিত কারণে দিল্লিতে নিজের সুজন সিং পার্কের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।



পারিবারিক সূত্রের উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদ মাধ্যমগুলো এ খবর নিশ্চিত করেছে।

খুশবন্তের ছেলে রাহুল সিং জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলেই শেষকৃত্য শেষে প্রখ্যাত এ লেখকের শবদাহ করা হবে।

প্রখ্যাত এ লেখক বেশ কয়েকটি উপন্যাস ও ছোট গল্প লিখেছেন। এছাড়া, ১৯৭০ থেকে ৮০ সালের মাঝামাঝি সময়ে তিনি সাময়িকী ও সংবাদপত্রে কাজ করেন।

জীবদ্দশায় তিনি ভারতের লোকসভার সদস্য ছিলেন। ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণও লাভ করেন তিনি।

দেশপ্রেমের উপর তার রচিত বিখ্যাত উপন্যাস ‘ট্রেন টু পাকিস্তান’ নিয়ে একটি চলচ্চিত্র তৈরি করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।