ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিখোঁজ উড়োজাহাজের ‘ধ্বংসাবশেষের’ কাছে নরওয়েজীয় জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪
নিখোঁজ উড়োজাহাজের ‘ধ্বংসাবশেষের’ কাছে নরওয়েজীয় জাহাজ

ঢাকা: ভারত মহাসাগরের অস্ট্রেলীয় উপকূলের কাছে নিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজের ধ্বংসাবশেষ বলে শনাক্ত করা বস্তুর কাছে পৌঁছেছে নরওয়ের একটি জাহাজ।

অস্ট্রেলিয়ার উপগ্রহে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর পার্থ থেকে ২ হাজার ৬০০ কিলোমিটার দূরে দুটি বস্ত ধরা পড়ে।

ভাসমান এ দুটি বস্তুকে ফ্লাইট এমএইচ ৩৭০ এর ‘ধ্বংসাবশেষ’ বলে দাবি করেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার তথ্যকে ‘বিশ্বাসযোগ্য’ বলে অভিহিত করেছে মালয়েশিয়া সরকার।

নরওয়ের জাহাজটি মাদাগাস্কার থেকে মেলবোর্নে যাচ্ছিল। কিন্তু বিশ্বের সবচেয়ে দূরবর্তী অংশে ভাসমান বস্তু দুটি শনাক্তের পর নরওয়েকে জাহাজটি ওই অঞ্চলে পাঠাতে অনুরোধ জানায় অস্ট্রেলিয়া।

হোয়েঘ সেইন্ট পিটার্সবার্গ নামের ওই জাহাজের স্বত্তাধিকারী প্রতিষ্ঠান হোয়েঘ অটোলিনারের মুখপাত্র জানিয়েছে, ওই অঞ্চলে সন্ধান চালাতে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ আমাদের অনুরোধ করেছে। প্রয়োজন মতো আমরা সহায়তা দেবো।

নরওয়ের জাহাজ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, প্রথম জাহাজটি হিসেবে হোয়েঘ ওই স্থানে গ্রিনিচমান সময় ৮টায় পৌঁছেছে।

অস্ট্রেলীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুটি বস্তুর বড়টি লম্বায় ৭৯ ফুট হবে। এটি  কয়েক হাজার মিটার পানির নিচে ভাসমান রয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।