ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘নো টাচ স্কিনস’ প্রযুক্তি আনছে মাইক্রোসফট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪
‘নো টাচ স্কিনস’ প্রযুক্তি আনছে মাইক্রোসফট

ঢাকা: নেক্সট জেনারেশন টেকনোলজির ওপর কাজ করছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। এর মাধ্যমে খুব শিগগিরই হাতের স্পর্শ ছাড়াই (নো টাচ স্কিন) চলবে এমন ফোন, ট্যাবলেট এবং টেলিভিশন বাজারে আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

      

হাতের ইশারায় এমনকি রুমের অপরদিকে বসেও এটি নিয়ন্ত্রণ করা যাবে। মাইক্রোসফট বলছে, টাচ স্ক্রিনকে ছাড়িয়ে যাবে এমন প্রযুক্তির কাজে তারা হাত দিয়েছেন।

মাইক্রোসফটের প্রধান বিজ্ঞানী রিকো মালভার বলেন, ফোন বা ট্যাবলেট কিংবা টেলিভিশনের কাছে না গিয়ে চালনা করা যায় এমন স্কিনের ওপর আমরা কাজ শুরু করেছি।

তিনি বলেন, ইলেকট্রিক ব্রেসলেট ব্যক্তির আঙ্গুলের নড়াচড়া বুঝতে পারবে। ফলে ব্যক্তি পেছন দিকে ঘুরে থাকলে কিংবা মোবাইল ফোন পকেটে রেখেও সেটি নিয়ন্ত্রণ করতে পারবে। মাইক্রোসফট বর্তমানে এ ব্রেসলেট তৈরির জন্যই কাজ করছে।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।