ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিড়াল ময়ূর খাওয়ায় পুলিশ বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪
বিড়াল ময়ূর খাওয়ায় পুলিশ বরখাস্ত

ঢাকা: পাকিস্তানে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তার বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। কারণ ওই তিন পুলিশ কর্মকর্তা প্রধানমন্ত্রীর পোষ্য একটি ময়ূরকে বিড়ালের হাত থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।



সম্প্রতি প্রধামন্ত্রীর বাড়িতে বিড়াল ময়ূরটিকে খেয়ে ফেলে। পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ময়ূরটি যেখানে বিচরণ করতে সেখান থেকে একজন মালি পাখিটির মৃতদেহ উদ্ধার করে। লাহোরের রাইউয়িন্ডতে নওয়াজ শরিফের বাড়ি।

এছাড়া একই ঘটনায় আরো ২১ পুলিশ কনস্টেবলর বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তারা বলছেন, তারা ওই রাতে প্রধানমন্ত্রীর বাড়ির নিরাপত্তায় ছিলেন। কিন্তু একটি বিড়াল ময়ূরকে খেতে পারে সেটি তারা ভাবতে পারেননি।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।