ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে হোটেলে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৪
কাবুলে হোটেলে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় নিহত ৮

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি অভিজাত হোটেলে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় নারী ও শিশুসহ ৮ জন নিহত হয়েছেন।

দেশটির সরকারি কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করেছে।



নিহতদের মধ্যে তিনজন নারী, দু’টি শিশু ও তিনজন পুরুষ। এদের মধ্যে দু’জন বিদেশি নাগরিক রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহকারী জেনারেল মোহাম্মদ আইয়ুব সালাঙ্গি।

এঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তবে নিহত বিদেশি নাগরিকদের পরিচয় পাওয়া যায়নি।  

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টায় এ ঘটনা ঘটে। আফগানিস্তানের বিলাসবহুল ‘সেরেনা হেটেলে’ এ ঘটনা ঘটে। হোটেলটি বিদেশিদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

ঘটনার সময় আফগানিস্তানের বিশেষ বাহিনীর সঙ্গে গুলিবিনিময় কালে বন্দুকধারীদের চারজন নিহত হন।

রাষ্ট্রপতির বাসভবন ও গুরুত্বপূর্ণ সরকারি ভবন থেকে হোটেলটির দূরত্ব এক কিলোমিটারের চেয়েও কম।

হামলার দায় স্বীকার করেছে তালেবানরা।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।