ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে হামলায় নিহতদের মধ্যে দু’জন বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৪
কাবুলে হামলায় নিহতদের মধ্যে দু’জন বাংলাদেশি

ঢাকা: বৃহস্পতিবার আফগানিস্তানে কাবুলে হামলায় যে ৯ জন নিহত হয়েছিল তাদের মধ্যে দু’জন বাংলাদেশি রয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

 

 

নিহত দু্‌ই বাংলাদেশির একজন জাতিসংঘে বাংলাদেশ মিশনের মান্যবর স্থায়ী প্রতিনিধি ড. ওয়াসিম আলীমুজ্জামান। তিনি ইউএনএফপিএ’র সাউথ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর ছিলেন। তাঁর তিন মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং স্ত্রী বর্তমানে কুয়ালালামপুরে থাকেন। অপর বাংলাদেশির পরিচয় পাওয়া যায়নি।

 

এছাড়া নিহতদের মধ্যে বার্তা সংস্থা এএফপি’র জনপ্রিয় সাংবাদিক সরদার আহমেদ (৪০), তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছেন। দুই কানাডিয়ান নাগরিকের মৃত্যুর কথাও শোনা যাচ্ছে।  

 

বৃহস্পতিবার রাতে মাত্র চার টিনেজার সুরক্ষিত সেরেনা হোটেলে হামলা চালায়। বিলাসবহুল ওই হোটেলে তারা অতিথি বেশে প্রবেশ করে বাথরুমে লুকিয়ে ছিলেন। বলা হচ্ছে, তাদের দেহ তল্লাশির সময় তারা মোজার ভেতরে তারা অস্ত্র লুকিয়ে রেখেছিলেন। ওই সময় সেখানে জাতিসংঘের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্তার কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনীতিক, কূটনীতিক, সাংবাদিক এবং আফগান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন।  

 

আগামী ৫ এপ্রিলের নির্বাচন ও একটি উৎসব উপলক্ষে তারা সেখানে একসঙ্গে বসেছিলেন। এমন সময় আকস্মিক হামলা করা হয়। হোটেলটিতে কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা রয়েছে। এর আগেও ২০০৮ সালে একই হোটেলে হামলায় ৬ জন নিহত হয়।

 

হোটেলটি কাবুলের অত্যন্ত নিরাপদ স্থান বলেই পরিচিত। দেশটিতে সাধারন নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে এ হামলা চালানো হয়। ৫ এপ্রিলের নির্বাচনকে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের মাধ্যম হিসেবে দেখা হচ্ছে।  

 

তালেবান হামলার দায় স্বীকার করেছে। তারা ৫ এপ্রিলের নির্বাচনকে পশ্চিমা মদদপুষ্ট বলে উল্লেখ করে যেকোনো মূল্যে তা রুখে দেওয়ার ঘোষণা দিয়েছে। যে বা যারা এ নির্বাচনের সঙ্গে অংশগ্রহণ করবে তাদের ওপর সর্বশক্তি দিয়ে হামলা চালানোরও ঘোষণা দিয়েছে তালেবান।

 

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।