ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে পেট্রোলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৪
ভারতে পেট্রোলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৭

ঢাকা: ভারতের মুম্বাই-আহমেদাবাদের মধ্যবর্তী চাওরি চেকপোস্টের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ১৩ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।



ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, মুম্বাই থেকে আহমেদাবাদ যাওয়ার পথে পেট্রোলবাহী ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটে। এতে ট্যাঙ্কারে থাকা তিনজন ও চারজন পথচারীসহ ৭ জন নিহত হন।

ভয়াবহ এ বিস্ফোরণে আরও ছয়টি যানের ক্ষতি হয়েছে বলে স্থানীয় দুর্যোগ নিয়ন্ত্রণ কক্ষের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানায়।

ঘটনার পরপরই অগ্নিনির্বাপন কর্মী ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকাজে অংশগ্রহণ করে।

তবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের নিকটবর্তী কাস‍া ও থানে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আগুনে নিহতদের শরীর পুড়ে যাওয়া শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হবে।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।