ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘কেউ বেঁচে নেই, মালয়েশীয় উড়োজাহাজ ভারত মহাসাগরে বিধ্বস্ত’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৪
‘কেউ বেঁচে নেই, মালয়েশীয় উড়োজাহাজ ভারত মহাসাগরে বিধ্বস্ত’

ঢাকা: মালয়েশীয় এয়ারলাইন্সের উড়োজাহাজ ফ্লাইট এমএইচ৩৭০ দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজের কোনো যাত্রীই বেঁচে নেই।



বাংলাদেশ সময় সোমবার রাত ৮টায় এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক এ কথা জনান। নিজের বক্তব্যে একটি ব্রিটিশ স্যাটেলাইট কোম্পানির উপগ্রহে ধরা পড়া তথ্য-উপাত্ত বিশ্লেষণের বরাত দেন তিনি।
 
এরই মধ্যে এ খবর জানিয়ে একটি টেক্সট মেসেজ ফ্লাইটটির ২৩৯ জন আরোহীর পরিবারের কাছে পাঠিয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ।

মালয়েশীয় প্রধানমন্ত্রীর এই তথ্য জানানোর মধ্য দিয়ে দুই সপ্তাহের বেশি সময় আগে নিখোঁজ হয়ে যাওয়া উড়োজাহাজটির হতভাগ্য ২২৯ আরোহীর কারো বেঁচে থাকার ক্ষীণ আশাটুকু চিরতরে মুছে গেল।

নাজিব রাজাক সংবাদ সম্মেলনে জানান, এয়ারলাইন্সের প্রতিনিধিরা চীনের রাজধানী বেইজিংয়ে উড়োজাহাজটির চীনা আরোহীদের পরিবার-পরিজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

একজন যাত্রীর আত্মীয় একটি বিদেশি সংবাদ সংস্থাকে বলেন, তারা (মালয়েশীয় এয়ারলাইন্সের প্রতিনিধিরা) আমাদের বলেছেন, বিমানটির কোনো আরোহী আর বেঁচে নেই।

প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেন, আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, উপগ্রহ থেকে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আমরা এই সিদ্ধান্তে এসেছি যে, উড়োজাহাজটির সবশেষ ‍অবস্থান ছিলো ভারত মহাসাগরের পার্থ এলাকায়ই।

তিনি বলেন, আমি এসব কথা বলছি ভারত সাগরে ধ্বংসাবশেষ ভেসে থাকতে দেখা গেছে এমন তথ্যের ভিত্তিতে নয়, বরং ইনমারস্যাট যে তথ্য দিয়েছে তার ভিত্তিতে।

ব্রিটিশ স্যাটেলাইট প্রোভাইডার ইনমারসেট ও যুক্তরাজ্যের বিমান দুর্ঘটনা তদন্ত সংস্থার (এএআইবি) উদ্ধৃতি দিয়ে ঘটনার প্রায় ১৬ দিন পর নাজিব রাজাক বলেন, লন্ডনভিত্তিক স্যাটেলাইট কোম্পানি আধুনিক সরঞ্জাম ব্যবহার করে উড়োজাহাজটির সর্বশেষ অবস্থান নিশ্চিত করেছেন। উড়োজাহাজটি আটঘণ্টা আকাশে ছিল।

বিধ্বস্ত হওয়ার এলাকাটি যেকোনো সম্ভাব্য উড়োজাহাজ অবতরণ কেন্দ্র থেকে অনেক দূরে। এখন পর্যন্ত বিভিন্ন দেশ যৌথভাবে দক্ষিণ ভারত মহাসাগরে ব্যাপক অনুসন্ধান চালাচ্ছে। এর আগে চীন, অস্ট্রেলিয়া এবং সর্বশেষ গতকাল ফ্রান্স ধ্বংসাবশেষের চিহ্ন পাওয়া দাবি করেছিল। এটাকে বিশ্বের সবচেয়ে গভীর স্থান বলা হচ্ছে। আরও বিস্তারিত মঙ্গলবারের সংবাদ সম্মেলনে জানানো হবে।

নিখোঁজ উড়োজাহাজের যাত্রী ও ক্রুদের গোপনীয়তা রক্ষা করার জন্য মিডিয়ার প্রতি আহ্বান জান‍ান মালয়েশীয় প্রধানমন্ত্রী।

গত ৮ মার্চ মালয়েশীয় এয়ারলাইন্সের উড়োজাহাজটি ২৩৯ জন যাত্রী ও ক্রু নিয়ে নিখোঁজ হয়। উড়োজাহাজটি কুয়ালালামপুর থেকে বেইজিং যাচ্ছিল। স্থানীয় সময় সেদিন দিবাগত রাত ২টা ৪০ মিনিট থেকে ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজ হয়। বোয়িং বি৭৭৭-২০০ বিমানটিতে ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন। স্থানীয় সময় পরেরদিন সকাল সাড়ে ৬টায় উড়োজাহাজটির বেইজিংয়ে অবতরণের কথা ছিল।

মালয়েশিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজে ১৪টি দেশের নাগরিক ছিলেন। তাঁদের মধ্যে চীনের ১৫২ জন, মালয়েশিয়ার ৩৮ জন, ইন্দোনেশিয়ার ১২ জন, অস্ট্রেলিয়ার সাতজন, ভারতের পাঁচজন, যুক্তরাষ্ট্রের তিনজন, ফ্রান্সের তিনজন, নিউজিল্যান্ডের দুজন, ইউক্রেনের দুজন, কানাডার দুজন এবং ইতালি, তাইওয়ান, নেদারল্যান্ডস ও অস্ট্রিয়ার একজন করে নাগরিক ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।