ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ওয়াশিংটনে ভূমিধসের ঘটনায় নিখোঁজ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৪
ওয়াশিংটনে ভূমিধসের ঘটনায় নিখোঁজ শতাধিক

ঢাকা: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত উপকূলীয় এলাকায় ভূমিধসের ঘটনায় সোমবার পর্যন্ত ১০৮ জন ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

কয়েক দফায় ১৪ জনের নিহত হওয়ার খবর প্রাথমিকভাবে জানা গেলেও অতি বর্ষণে সৃষ্ট এই ভূমিধসে এখন নিখোঁজ শতাধিক ব্যক্তির বেশিরভাগেরই প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।



স্নোমিশ কাউন্টির ফায়ার ডিস্ট্রিক্ট ২১ এর প্রধান ট্রাভিস হটস বলেন, পরিস্থিতি খুবই ভয়াবহ। শনিবার ভূমিধসের ঘটনার পর থেকে দুর্ঘটনাকবলিত এলাকা থেকে আমরা কাউকে জীবিত উদ্ধার করতে পারিনি। এছাড়া, উদ্ধারকারী দল এখনও ঘটনাস্থলে নিরলস উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে।

সংবাদ মাধ্যমগুলো জানায়, সিয়াটল থেকে ৫৫ কিলোমিটার দূরের ওই এলাকায় ভূমিধসে ৩০টি বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেছে। এছাড়া, ওই এলাকার লম্বা মহাসড়ক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, অতিবর্ষণের কারণে ভূমিধসে ৪১ মিটার দীর্ঘ এবং ৫৪ মিটার গভীর খাদের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।