ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রীনিবাসনকে সরে দাঁড়াতে সুপ্রিম কোর্টের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৪
শ্রীনিবাসনকে সরে দাঁড়াতে সুপ্রিম কোর্টের নির্দেশ

ঢাকা: ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি শ্রীনিবাসনকে তার পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট এ নির্দেশ দেয়।



শ্রীনিবাসনের বিরুদ্ধে ২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়াম লীগে (আইপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে।

সুপ্রিম কোর্ট জানায়, তিনি সভাপতির পদ থেকে সরে না দাঁড়ালে এ বিষয়ে সঠিক তদন্ত হবে না।

এ বিষয়ে বিচারপতি এ কে পাটনায়েক বলেন, শ্রীনিবাসনের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে সঠিক তদন্তের জন্য প্রেসিডেন্ট পদ থেকে তার সরে দাঁড়ানো উচিত।

এর আগে মঙ্গলবার সকালে ফিক্সিংয়ের বিষয়ে মুকুল মুদগালের দেওয়া তদন্ত প্রতিবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে এ কে পাটনায়েক ও ফাক্কির মোহামেদ ইব্রাহিম খলিফুল্লার সমন্বয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চ এ রায় প্রদান করেন।

চলতি বছরের ১০ ফেব্রুয়ারি ফিক্সিংয়ের বিষয়ে দু’টি তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কাজে গঠিত মুদগাল কমিটি। প্রথম তদন্ত প্রতিবেদনে স্বাক্ষর করেন সাবেক বিচারপতি মুগদাল ও ভারতের অতিরিক্ত প্রধান কৌসুলি এল নাগেশ্বরা রায়। তারা এ বিষয়ে পরবর্তী কার্যক্রমেরও নির্দেশ দেন।

অপর প্রতিবেদনটিতে স্বাক্ষর করেন আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন বোর্ডের ভাইস প্রেসিডেন্ট এবং আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য নিলয় দত্ত।
    
আগামী ২৭ মার্চ পর্যন্ত মামলাটি মূলতবি রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৪/আপডেট: ১২৫০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।