ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কেজরিওয়ালকে ডিম-কালির ঢিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৪
কেজরিওয়ালকে ডিম-কালির ঢিল

ঢাকা: ভারতের পবিত্র শহর বারানসিতে গিয়ে প্রতিবাদের মুখে পড়েছেন নতুন দল আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বারানসি আসনে লড়াইয়ের প্রচারণা চালাতে গিয়ে ডিম আর কালির ঢিলের শিকার হয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী।



কেজরিওয়াল বিরোধী স্লোগানের পাশাপাশি তাকে দ্রুত পবিত্র শহর ত্যাগের দাবি জানান মোদির সমর্থকেরা।

মঙ্গলবার কাশি বিশ্বনাথ মন্দিরের বাইরে কেজরিওয়ালের গাড়িবহরে ডিম ছুড়ে মারেন মোদির সমর্থকেরা। শুধু ডিম দিয়েই নয়, বারানসি কালির ঢিলের শিকার হতে হয়েছে এএপি প্রধানকে।

কেজরিওয়ালকে ‘বিশ্বাসঘাতক’ বলে আখ্যায়িত করে তার গাড়িবহর এগিয়ে যেতে বাধা দিয়ে শত শত লোক ‘মোদি মোদি’ বলে সুর তুলে স্লোগান দেন।

বারানসিতে একটি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে কেজরিওয়ালের। সমাবেশে তিনি বারানসিতে বিজেপি নেতা ও গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়তে জনগণের সমর্থন চাইবেন।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।