ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনের উগ্রপন্থি নেতা পুলিশের গুলিতে নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৪
ইউক্রেনের উগ্রপন্থি নেতা পুলিশের গুলিতে নিহত

ঢাকা: ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী নেতা ওলেক্সজান্দ্রার মুজিককো বিশেষ বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাশকো বিলি নামে পরিচিত মুজিককো ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রিভনে ক্যাফেতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।



উগ্র-ডানপন্থি গোষ্ঠী রাইট সেক্টরের এ নেতা সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনের জন্য সুপরিচিত।

ইউক্রেনের উপ স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির ইয়েভদোকিমোভ বলেছেন, মুজিককো পুলিশ ও সোকলের বিশেষ বাহিনীর  গুলিতে নিহত হয়েছেন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যানড্রিয়ে দেসচেতসিয়ার সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের বৈঠকের কয়েক ঘণ্টা পরেই অভিযানে নিহত হলেন মুজিককো। ক্রিমিয়া

নিয়ে রাজনৈতিক উত্তেজনা শুরু হওয়ার পর প্রথমবারের মতো দু দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করলেন।

মুজিককো অপরাধ চক্রের হোতা বলে দাবি করেছে ইউক্রেন সরকার।

নিজের নেতার হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে রাইট সেক্টর। রাইট সেক্টরের রোমান কোভাল বলেছেন, ‘আমাদের ভাইয়ের মৃত্যুর বদলা আরসেন ‍আভাকোভকে (স্বরাষ্ট্রমন্ত্রী) খুন করে আমরা প্রতিশোধ নেবো। মন্ত্রীর নির্দেশে চুক্তিতে সাশকো বিলিকে গুলি করা হয়েছে। ’

রাইট সেক্টর ও অন্যান্য ইউক্রেনীয় জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো ইউক্রেনে সংখ্যালঘু রুশভাষী নৃ-গোষ্ঠী জন্য হুমকি বলে মনে করে মস্কো।

এদিকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী আহোর তেনইয়ুখের পদত্যাগপত্র গ্রহণ করতে পার্লামেন্টে ভোট হয়েছে। রাশিয়ার সামরিক বাহিনী ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনায় সিদ্ধান্তহীনতায় ভোগার অভিযোগ উঠেছে তেনইয়ুখের বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।