ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শর্তে জামিন সাহারাপ্রধান সুব্রতের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৪
শর্তে জামিন সাহারাপ্রধান সুব্রতের

ঢাকা: ২২ দিন জেল হাজতে থাকার পর ভারতের শিল্পগোষ্ঠী সাহারার প্রধান সুব্রত রায় শর্তসাপেক্ষে জামিন পাচ্ছেন। ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া ২০ হাজার কোটি রুপির অর্ধেক পুঁজিবাজার নিয়ন্ত্রক সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়াকে (সেবি) দেওয়ার পর তিনি জামিন পাবেন।



প্রায় তিন কোটি ক্ষুদ্র বিনিয়োগকারীর ২০ হাজার কোটি টাকা ফেরত দেওয়ার নতুন প্রতিশ্রুতি দেওয়ার পরেই শর্ত সাপেক্ষে সুব্রতের জামিন মঞ্জুর করেন সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার সাহারা কর্তৃপক্ষ জানায়, ২০১৫ সালের ১৫ মার্চের মধ্যে পাঁচ কিস্তিতে তারা ২০ ‍হাজার কোটি রুপি ফেরত দেবে।

সুপ্রিম কোর্টের বার বার নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারির পর ২৮ ফেব্রুয়ারি সুব্রতকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।