ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তান-ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১১
পাকিস্তান-ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক

থিম্পু: পাকিস্তানের পররাষ্ট্র সচিব সালমান বশির সোমবার রাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণাকে শান্তি আলোচনার জন্য আহ্বান জানান। তিনি দুই দেশের আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষ্ণার নির্দেশনারও প্রশংসা করেন।



ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষ্ণু প্রকাশ সার্কের আলোচনার পাশাপাশি এই অলোচনায় অংশ নেওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘ভারতের সঙ্গে আন্তরিক এবং সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপনে পাকিস্তানের ইচ্ছার কথা বলেছে দেশটির পররাষ্ট্র সচিব। ’

তিনি আরও বলেন, ‘দ্বিপক্ষীয় চুক্তি এবং ভবিষ্যতে আরও আল্চোনার জন্য’ কৃষ্ণার উদ্যোগের প্রশংসা করেছেন বশির।  

এর আগে রোববার রাতে বশির এবং ভারতের পররাষ্ট্র সচিব নিরূপমা রাও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে আরও আলোচনার অঙ্গীকার করেন।

এদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী শাহ মাহমুদ কোরেশি সার্ক সম্মেলনে অংশ না নিলেও তিনি মার্চ অথবা এপ্রিলের দিকে ভারত সফর করবেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।