ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লাখদার ব্রাহিমির পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, মে ১৪, ২০১৪
লাখদার ব্রাহিমির পদত্যাগ

ঢাকা: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সরকার ও বিরোধীদের মধ্যে সমঝোতা আনতে নিযুক্ত জাতিসংঘ ও আরব লীগের কূটনীতিক লাখদার ব্রাহিমি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামী জুনে অনুষ্ঠেয় সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতিদ্বন্দ্বিতার ঘোষণায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।



মঙ্গলবার নিউইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্রাহিমিকে পাশে রেখে তার পদত্যাগের এ ঘোষণা দেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।

আগামী ৩১ মে থেকে ব্রাহিমির পদত্যাগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে বলেও জানান বান কি-মুন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আগামী জুনে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করার ব্যাপারে অটল থাকায় হতাশ হয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন ব্রাহিমি।

সংবাদ সম্মেলনে ব্রাহিমি সিরিয়ার জনগণের প্রতি দুঃখ প্রকাশ করে বলেন, আমি আরও একবার ক্ষমা চাইছি, আমি আপনাদের সমস্যা সমাধান করতে পারিনি।

তিনি সিরিয়ার নাগরিকদের উদ্দেশে বলেন, আপনারা খুব তাড়াতাড়ি শান্তি ও স্থিতিশীল একটি দেশ পাবেন বলে কামনা করি।

একবছর ধরে সিরিয়ায় জাতিসংঘ ও আরব লীগের পক্ষ থেকে শান্তি আলোচক হিসেবে দায়িত্ব পালনকারী ব্রাহিমি সাংবাদিকদের বলেন, এর আগে আমি প্রতিদিনই পদত্যাগ করতে চেয়েছি। পদত্যাগের ঘটনা সত্যিই আমার জন্য আনন্দের সংবাদ নয়।

প্রসঙ্গত, সিরিয়ায় বিদ্রোহী ও আসাদ বাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত এক লাখ ৫০ হাজার নিহত ও ৯০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, মে ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।