ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় গ্রামবাসীর প্রতিরোধে ২শ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, মে ১৪, ২০১৪
নাইজেরিয়ায় গ্রামবাসীর প্রতিরোধে ২শ জঙ্গি নিহত

ঢাকা: নাইজেরিয়ার উত্তরাঞ্চলের তিনটি গ্রামের বাসিন্দারা দেশটির বিচ্ছিন্নতাবাদী সংগঠন বোকো হারামের হামলা ‘প্রতিরোধ করে’ ২০০ জঙ্গিকে হত্যা করেছে। গ্রামবাসীর প্রতিরোধে আহত ও আটক হয়েছে আরও অনেক জঙ্গি।

হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে বিবিসি অনলাইন।

খবরে বলা হয, বোর্নো অঙ্গরাজ্যের কালা-বাগলে গ্রাম ও পার্শ্ববর্তী দু’টি গ্রামে জঙ্গিরা হামলা চালালে ‘পাল্টা প্রতিরোধ গড়ে তোলে’ গ্রামবাসী। এসময় দু’পক্ষে ব্যাপক সংঘর্ষ হলে জঙ্গিদের প্রায় ২০০ জন নিহত হয়।

একজন প্রত্যক্ষদর্শী জানান, জঙ্গি হামলা মোকাবেলায় বোর্নোর বেশ কিছু গ্রামে পাহারাদার দল গঠন করেছে স্থানীয় বাসিন্দারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা কর্মকর্তা সংবাদ সংস্থা এপিকে জানান, মঙ্গলবার বোকো হারামের পক্ষ থেকে হামলা চালানোর ব্যাপারে হুমকি দেওয়ার পর কালা-বাগলে গ্রামের বাসিন্দারা এ প্রতিরোধ গড়ে তোলেন।

অপর এক প্রত্যক্ষদর্শী জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলে লাশের স্তূপ পড়ে থাকতে দেখা গেছে এবং তিনি নিজেই ৫০টি লাশ দেখেছেন।

সংবাদ মাধ্যমগুলো জানায়, গত সপ্তাহে যে বাজার এলাকার পার্শ্বে তিন শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছিল সেখান থেকে বুধবারের সংঘর্ষস্থল বেশি দূরে নয়।

বিচ্ছিন্নতাবাদী বোকো হারাম ১০ দিন আগে বড় ধরনের ‘গণহত্যা’ চালানোর পর গামবোরু এনগালা শহরটি পরিচালনা করে আসছিল।

এসব ঘটনার প্রেক্ষিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথন কী পদক্ষেপ নেন সেটাই দেখার অপেক্ষায় রয়েছে বিশ্ববাসী।

এদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের পরামর্শে স্কুলছাত্রীদের উদ্ধারে সর্বাত্মক তৎপরতা চালাচ্ছে নাইজেরীয় সরকার। তাছাড়া, মঙ্গলবার সরকার জানিয়েছে, গত ১৪ এপ্রিল অপহৃত দুই শতাধিক স্কুলছাত্রীর মুক্তির ব্যাপারে বোকো হারামের সঙ্গে সমঝোতা করতে রাজি সরকার।

যদিও সহযোদ্ধাদের মুক্তির বিনিময়ে স্কুলছাত্রীদের ফেরত দেওয়ার কথা সাফ জানিয়ে দিয়েছে বোকো হারাম।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, মে ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।