ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে সরকার বিরোধী আন্দোলনে নতুন মাত্রা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১১
মিশরে সরকার বিরোধী আন্দোলনে নতুন মাত্রা

কায়রো: মিশরে সরকার বিরোধী বিক্ষোভে নতুন করে লোকজন যোগ দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন নারী-শিশু ও সরকারি চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

খবর দ্য গার্ডিয়ানের।

বলা হচ্ছে, নতুন মোবারক পদত্যাগের ডাক দিতে কায়রোতে এ পর্যন্ত সবচেয়ে বড় মিছিলের আয়োজন করেছে বিক্ষোভকারীরা। তাদের এক দাবি: হোসনি মোবারককে এখনই পদত্যাগ করতে হবে।

সাবেক গোয়েন্দাপ্রধান ও ভাইস প্রেসিডেন্ট ওমর সুলেইমান বিরোধীদের সঙ্গে সংলাপের মাধ্যমে সমঝোতার চেষ্টা করছেন। তিনি একটি টেলিভিশনকে বলেন, মোবারক শান্তিপূর্ণ ও সংগঠিত উপায়ে ক্ষমতা হস্তান্তরের জন্য সময়সূচি নির্ধারণ করেছেন।

এদিকে, প্রেসিডেন্ট পদের প্রতিদ্বন্দ্বিতার জন্য সব সীমাবদ্ধতা দূর করা এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ না নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোবারক সংবিধান সংশোধনের জন্য একটি নতুন কমিটি গঠন করেছেন বলেও সুলেইমান জানান।

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট জাতীয় ঐক্যকে স্বাগত জানিয়েছেন। এছাড়া বর্তমান সংকট দূর করতে আমরা সঠিক পথেই এগুচ্ছি বলেও তিনি (মোবারক) নিশ্চিত করেছেন। ’

তবে ক্রমেই বেড়ে উঠা বিক্ষোভের বিষয়ে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘দীর্ঘ সময় ধরে আমরা এটি সহ্য করব না। যতো দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করতে হবে। ’

কিন্তু ১৫ দিন ধরে চলা এই আন্দোলনে বিক্ষোভকারীরা এখনও তাহরির স্কয়ারে তাদের অবস্থান ধরে রেখেছেন। তারা মোবারকের শাসনকে আর বিশ্বাস করতে পারছে না এবং এখনই তার পদত্যাগ দাবি করছেন। এর আগে যারা বিক্ষোভে অংশ নেননি তারাও এখন পুরাতনদের সঙ্গে যোগ দিচ্ছেন।

এদিকে, রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ১২ দিন ধরে আটক থাকার পর সদ্য মুক্তিপ্রাপ্ত গুগলের কার্যনির্বাহী ও ব্লগার উয়েল ঘনিম টেলিভিশনে একটি আবেগপ্রবণ ভাষণ দেন। এর মাধ্যমে প্রভাবিত হয়ে আরও লোকজন এই বিক্ষোভে যোগ দিচ্ছে।    

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।