ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গুগল ডুডলে ভারতের লোকসভা নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, মে ১৬, ২০১৪
গুগল ডুডলে ভারতের লোকসভা নির্বাচন

ভারতে বিশ্বের সর্ববৃহৎ নির্বাচন উদযাপনে করছে গুগলও। ইতোমধ্যে গুগল ডুডলে পরিবর্তন আনা হয়েছে।

ডুডলে গুগলের ইংরেজি বানান ‘এল’ এর পরিবর্তে আঙুল উচু করা প্রতীক সম্বলিত নির্বাচন সংক্রান্ত সংবাদের লিংক প্রকাশ করা হয়। খবর টাইমস অব ইন্ডিয়া।

গত ৭ এপ্রিল খেকে শুরু হয় ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩ আসনের ভোট গ্রহণ। ভোট নেওয়া হয় ভারতের ২৯টি রাজ্য ও সাতটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৪৩টি আসনের। ভোটগ্রহণ করা হয় নয় লাখ ৩০ হাজার ভোটকেন্দ্রে।

নয় দফার এই ভোটগ্রহণ পর্ব শেষ হয় ১২ মে। আজ এই নির্বাচনের ফল গণনা শুরু হয়েছে গোটা দেশের ৯৮৯টি গণনা কেন্দ্রে। এই গণনায় ভাগ্য নির্ধারিত হবেআট হাজার প্রার্থীর। ভারতের ইতিহাসে এবারই রেকর্ড সংখ্যক ৬৬ দশমিক ৪ শতাংশ ভোট পড়ে। ভোটার ছিল ৮০ কোটি ১৪ লাখ। ভোট দেন ৫৫ কোটি ১০ লাখ ভোটার।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মে ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।