ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার ৬.২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, মে ১৮, ২০১৪
ইন্দোনেশিয়ার ৬.২ মাত্রার ভূমিকম্প

ঢাকা: ইন্দোনেশিয়ার সুমাত্রার পশ্চিম উপকূলে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে। তবে কোনো ধরনের সুনামি সর্তকতা জারি করা হয়নি।



ইউএসজিএস জানায়, উপকূলীয় শহর বান্দ আচেহ থেকে তিনশ’ কিলোমিটার পশ্চিমে উৎপত্তি হওয়া ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র নয় কিলোমিটার।

প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় রোববার সকাল ৭টায় ভূমিকম্পটি আঘাত হানে।

২০০৪ সালে ভূমিকম্প পরবর্তী সুন‍ামিতে দেশটিতে এক লাখ সত্তর হাজার মানুষ মারা যায়, বেশিরভাগই বান্দ আচেহ প্রদেশের।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, মে ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।