ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলে কারাগারে দাঙ্গা, জিম্মি সংকট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, মে ১৮, ২০১৪
ব্রাজিলে কারাগারে দাঙ্গা, জিম্মি সংকট

ঢাকা: ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের একটি কারাগারে দাঙ্গার পর ১২২ জনকে জিম্মি করেছে কয়েদীরা।

স্থানীয় সময় শনিবার উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য সার্জিপের ‘আদভোগাদো জাসিন্তো ফিলহো’ নামে কারাগারটিতে এ দাঙ্গার ঘটনা ঘটে।



রোববার কারাগারটির মুখপাত্র সান্দ্রা মেলের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, আরাসাজু শহরের কাছে কারাগারটিতে স্বজনরা দেখা করতে গেলে কয়েদীরা দাঙ্গ‍া ঘটিয়ে ১২২ জনকে জিম্মি করে ফেলে।

মেলো জানান, দাঙ্গার পর পরিস্থিতি বর্তমানে শান্ত থাকলেও ১২২ জন জিম্মি রয়েছেন। এদের মধ্যে চারজন কারারক্ষীও রয়েছেন।

জিম্মি সংকট উত্তরণে কয়েদীদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান মেলো।

সার্জিপ অঙ্গরাজ্যের সামরিক পুলিশের প্রদান মাওরিসিও ইউনেস বলেন, আমরা বিশ্বাস করতে চাই না, কয়েদীরা তাদের নিজেদের স্বজনদেরই আঘাত করবে। তবে তাদের সঙ্গে থাকা চারজন কারারক্ষীকে হুমকি দেওয়া হচ্ছে।

এনজিও কানেক্টাসের মতে, তিন লাখ ৪০ হাজার কয়েদী ধারণে সক্ষম ব্রাজিলের কারাগারগুলোতে বর্তমান সময়ে পাঁচ লাখ ৪৮ হাজারেরও বেশি কয়েদী রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, মে ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।