ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সংঘর্ষে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, মে ১৮, ২০১৪
সংঘর্ষে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা প্রধান নিহত

ঢাকা: সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে সংঘর্ষে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা প্রতিরক্ষা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেইন ইসহাক নিহত হয়েছেন।

দেশটির কর্মকর্তারা জানান, রোববার ম্লেইহা শহরের কাছে আকাশ প্রতিরক্ষা বিভাগের একটি ঘাঁটিতে বিদ্রোহীরা হামলা চালালে ইসহাক নিহত হন।

তার সঙ্গে আর কেউ হতাহত হয়েছেন কিনা এ ব্যাপারে কিছু স্পষ্ট জানা যায়নি।

ইসহাকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ‍যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান মানবাধিকার পর্যবেক্ষক সংস্থাও।

সিরিয়ার তিন বছরব্যাপী গৃহযুদ্ধে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অন্যতম ঘনিষ্ঠ সামরিক অফিসার ছিলেন ইসহাক।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, মে ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।